ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতার সমাপ্তি

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতার সমাপ্তি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আয়োজিত মাসব্যাপী বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের হাজারী গলির আইন বিভাগ ক্যাম্পাসে এ সমাপনী আসর অনুষ্ঠিত হয়।

এতে শীতবস্ত্র বিতরণ সপ্তাহের উদ্বোধন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, মানবাধিকারের তাত্ত্বিক দিকের পাশাপাশি প্রায়োগিক দিকগুলোকে গুরুত্ব দিয়ে আমাদের ছাত্ররা শীতবস্ত্র বিতরণের মত মহৎ কাজ করছে।
মানবাধিকারের প্রতি ছাত্রদের দায়বদ্ধতা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন খাগড়াছড়ি অঞ্চলের সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, মানব-অধিকারের সঙ্গে ছাত্রদের মানব দায়িত্বের বিষয়েও গুরুত্ব দিতে হবে। মানবাধিকার দিবসের পাশাপাশি মানব দায়িত্ব দিবসও পালিত হওয়া উচিত।

আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আইন বিভাগের সহকারী অধ্যাপক অনুপ কুমার বিশ্বাস, প্রক্টর আহমেদ রাজীব চৌধুরী, সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ, সহকারী অধ্যাপক সঞ্জয় বিশ্বাস ও সহকারী প্রক্টর হিল্লোল সাহা।

বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিতর্ক সংগঠন ‘ডিবেট ক্লাব অব ল’। আয়োজনে সহযোগিতা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মোট ১৬ টি বিতর্ক দল অংশগ্রহণ করে। অনুষ্ঠানে ‘লেটস চেইঞ্জ লাইভ থ্রো হিউমেন রাইটস’ শিরোনামে দেয়াল পত্রিকার উদ্ধোধন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad