ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইডিইউতে ভারতীয় নৃত্যশিল্পীর মনিপুরী নৃত্য

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
ইডিইউতে ভারতীয় নৃত্যশিল্পীর মনিপুরী নৃত্য ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) কালাচারাল ক্লাবের আয়োজনে ভারতের নৃত্যশিল্পী দেবলীনা কুমারের একক নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নগরীর প্রবর্তক মোড়ের বর্ধিত একাডেমিক ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে দেবলীনা কুমার মনিপুরী সংস্কৃতি ছাড়াও বাংলা সাহিত্যের বিভিন্ন চরিত্র নিয়ে নৃত্যনাট্য পরিবেশন করেন।

চিত্রাঙ্গদা চরিত্রে তিনি তুলে ধরেন, একজন নারী হওয়া সত্ত্বেও সে বেড়ে ওঠে রাজপুত্র হিসেবে।
শেখে ধনুবিদ্যা, যুদ্ধনীতি কিংবা রাজনীতি। অন্তঃপুরের মাঝে নিজেকে বন্দী রাখতে সে শেখেনি। জানান দেন, বর্তমান সমাজ ব্যবস্থার আলোকে সব নারীদের নিজ প্রকৃতিটি আবিষ্কার করতে হবে। এগিয়ে যেতে দুর্বার গতিতে। তিনি বিষয়ভিত্তিক নাচ ছাড়াও বিভিন্ন গানের সঙ্গে ৪৫ মিনিট নৃত্য পরিবেশন করেন।

আয়োজন প্রসঙ্গে ইডিইউ’র প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মেধাকে পড়ালেখার পাশাপাশি আরো বিকশিত করে, চিন্তা চেতনায় আনে পরিবর্তন। সে লক্ষ্য থেকে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তিনি আরো বলেন, ইডিইউতে পড়ালেখা ও গবেষণার পাশাপাশি নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। ভালো কাজকে ছড়িয়ে দিতে ইতোমধ্যে আমরা গঠন করেছি কালচারাল ক্লাব। এসময় ভবিষ্যতে বিভিন্ন প্রতিষ্ঠিত শিল্পীদের উপস্থাপনের মাধ্যমে ইস্ট ডেল্টার সৃষ্টিশীল কাজগুলো সবার সামনে তুলে আশাও ব্যক্ত করেন তিনি। ।

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সিকান্দার খান, ডীন অব ফ্যাকাল্টিজ অধ্যাপক ড. ওবায়দুল করিম, সহকারি অধ্যাপক তাবাস্সুম চৌধুরী, সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটির অধ্যাপক ড. দেবাশীষ চক্রবর্তী, ভারতের কলকাতার মেম্বার অব মেয়র কাউন্সিলর দেবাশীষ কুমার।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ইডিইউর শিক্ষার্থী কমল গন্ধা ও এলিট দাস গুপ্তা।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।