ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জেএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪০, ডিসেম্বর ৩০, ২০১৪
জেএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা ছবি: প্রতীকী

চট্টগ্রাম: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ফেল করায় নগরীতে এক ছাত্রী আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।



নিহত সাইমা আক্তার (১৩) নগরীর কর্ণফুলী থানার চরলক্ষ্যা ভোট বাজার এলাকার পেয়ার আহমেদের কন্যা।

নিহতের স্বজনদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া বাংলানিউজকে জানান, জেএসসি ফল প্রকাশের পর ওই ছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন।
পরে তাকে গুরুতর আহত অবস্থায় বিকাল চারটার দিকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।