ঢাকা, মঙ্গলবার, ২৭ কার্তিক ১৪৩১, ১২ নভেম্বর ২০২৪, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সৌহার্দ্য ও সম্প্রীতির মহাশোভাযাত্রা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
সৌহার্দ্য ও সম্প্রীতির মহাশোভাযাত্রা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আবির্ভাব ও চরিত্র গঠন আন্দোলনের শতবর্ষ পূর্তি উৎসব শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে।

দুইদিন ব্যাপী উৎসবের দ্বিতীয় দিনে মঙ্গলবার সকালে শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার আব্দুল জলিল মণ্ডল।



এরআগে সকাল ৮টায় মাঙ্গলিক শঙ্খধ্বনি, সমবেত প্রেমধ্বনি এবং পবিত্র অখণ্ড সংহিতা পাঠের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়।

উৎসব উদযাপন পরিষদের সভাপতি অজিত দাশের সভাপতিত্বে বিকেল তিনটায় চরিত্রগঠন বিষয়ক ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়।
এতে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সরোজ সিংহ হাজারী প্রধান অতিথির বক্তব্য রাখেন। মূখ্য আলোচন হিসেবে সভায় ব্ক্তব্য রাখেন রামকৃষ্ণ মিশন চট্টগ্রামের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ।

নগরীর জেএম সেন হলে সোমবার অধিবাস দিবসের মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়। চট্টগ্রাম অখণ্ড মণ্ডলী দুইদিন ব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে।
 
বাংলাদেশ সময়:১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।