চট্টগ্রাম: অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আবির্ভাব ও চরিত্র গঠন আন্দোলনের শতবর্ষ পূর্তি উৎসব শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে।
দুইদিন ব্যাপী উৎসবের দ্বিতীয় দিনে মঙ্গলবার সকালে শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার আব্দুল জলিল মণ্ডল।
এরআগে সকাল ৮টায় মাঙ্গলিক শঙ্খধ্বনি, সমবেত প্রেমধ্বনি এবং পবিত্র অখণ্ড সংহিতা পাঠের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়।
উৎসব উদযাপন পরিষদের সভাপতি অজিত দাশের সভাপতিত্বে বিকেল তিনটায় চরিত্রগঠন বিষয়ক ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়।
নগরীর জেএম সেন হলে সোমবার অধিবাস দিবসের মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়। চট্টগ্রাম অখণ্ড মণ্ডলী দুইদিন ব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ সময়:১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪