ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে মার্কেট থেকে লাশ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩২, ডিসেম্বর ৩০, ২০১৪
চট্টগ্রামে মার্কেট থেকে লাশ উদ্ধার

চট্টগ্রাম: নগরীর কোতয়ালি থানার নিউমার্কেট এলাকায় একটি মার্কেট থেকে মোস্তাকিম হোসেন (৫০) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ জলসা মার্কেটের পঞ্চম তলা থেকে তার লাশ উদ্ধার করেছে।



মোস্তাকিম হোসেনের বাড়ি মৌলভিবাজার জেলায়। জলসা মার্কেটের পঞ্চম তলায় একটি দর্জির দোকানে তিনি কাজ করতেন।


কোতয়ালি থানার এস আই আসিফ ইকবাল বাংলানিউজকে বলেন, মোস্তাকিম দুপুরের দিকে জলসা মার্কেটের পঞ্চম তলায় টয়লেটে যান। দীর্ঘসময় পরও টয়লেট থেকে বের না হওয়ায় মার্কেটের লোকজন থানায় খবর দেন। পুলিশ গিয়ে টয়লেটের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করেন।

মোস্তাকিম ডায়াবেটিস রোগে আক্রান্ত উল্লেখ করে তার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে এস আই আসিফ জানান।

মোস্তাকিমের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।