ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে নিরুত্তাপভাবে চলছে জামায়াতের হরতাল

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
চট্টগ্রামে নিরুত্তাপভাবে চলছে জামায়াতের হরতাল ছবি: সোহেল সারোয়ার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: রংপুরের আলবদর কমাণ্ডার এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দেয়ার প্রতিবাদে জামায়াতের ডাকা হরতাল চট্টগ্রামে নিরুত্তাপভাবে শুরু হয়েছে।

হরতালে নাশকতা মোকাবেলায় চট্টগ্রাম নগরী ও জেলায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সহিংসতা মোকাবেলায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন আছে।  

বুধবার ভোর ৬টা থেকে হরতাল শুরুর পর এ পর্যন্ত কোথাও নাশকতার কোন খবর পাওয়া যায়নি।
হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের কোথাও ঝটিকা মিছিল কিংবা অন্য কোন কর্মসূচী পালনের খবর পাওয়া যায়নি।  

নগরীর নিউমার্কেট ও কাজির দেউড়ি এলাকায় গিয়ে দেখা গেছে, ভোর থেকেই স্বাভাবিক নিয়মে রিক্সা রাস্তায় নেমেছে। কিছু কিছু অটোরিক্সাও আছে। মাঝে মাঝে গণপরিবহনের দেখাও মিলছে। তবে ব্যক্তিগত গাড়ি চলাচল একেবারে নেই বললেই চলে।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার বাংলানিউজকে বলেন, মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। ছয় প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রাখা হয়েছে।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো.হাছান চৌধুরী বাংলানিউজকে বলেন, নাশকতা মোকাবেলায় প্রায় দুই হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। কেউ সহিংসতা সৃষ্টি করতে চাইলে কঠোরভাবে দমন করা হবে।

চট্টগ্রামের পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার বাংলানিউজকে বলেন, স্পর্শকাতর পাঁচটি উপজেলায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন আছে। সব উপজেলায় অতিরিক্ত পুলিশ আগে থেকেই মোতায়েন আছে।

এদিকে হরতালের মধ্যেও কর্মক্ষেত্রে যাবার জন্য ভোর থেকে শ্রমজীবী মানুষ রাস্তায় নেমেছেন।

হরতালের মধ্যে নগরীতে ট্রেন চলাচল স্বাভাবিক আছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ আছে বলে জানা গেছে।

একাত্তরে মানববতাবিরোধী কর্মকাণ্ডের দায়ে জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে বুধবার (৩১ ডিসেম্বর) ও বৃহস্পতিবার (১ জানুয়ারি) হরতাল ডেকেছে দলটি। প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ হরতাল পালন করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।

বাংলাদেশ সময়: ০৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।