চট্টগ্রাম: প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। (বুধবার)।
বুধবার সকাল সাড়ে নয়টা থেকে প্রেসক্লাবের প্রেস কনফারেন্স কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল চারটা পর্যন্ত ভেটগ্রহণের কথা থাকলেও জামায়াতের ডাকা হরতালের কারণে সময় আধা ঘণ্টা বাড়িয়ে বিকাল সাড়ে চারটা পর্যন্ত নির্ধারন করা হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির কমিশনার ওমর কায়সার বাংলানিউজকে জানান, এবছর সভাপতি ১টি পদে ৫জন, সিনিয়র সহ সভাপতি ১টি পদে চারজন, সহ সভাপতি ১টি পদে তিনজন, সাধারণ সম্পাদক ১টি পদে তিনজন, যুগ্ম সম্পাদক ১টি পদে তিনজন, অর্থ সম্পাদক ১টি পদে চারজন, সাংস্কৃতিক সম্পাদক ১টি পদে তিনজন, ক্রীড়া সম্পাদক ১টি পদে দুইজন, গ্রন্থাগার সম্পাদক ১টি পদে দুইজন, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক ১টি পদে তিনজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ১টি পদে দুইজন এবং কার্যকরী সদস্যের চারটি পদে আটজন প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪