ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম বন্দরে সচিব পদে যোগ দিলেন ওমর ফারুক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
চট্টগ্রাম বন্দরে সচিব পদে যোগ দিলেন ওমর ফারুক মোহাম্মদ ওমর ফারুক

চট্টগ্রাম: বন্দরের নতুন সচিব হিসেবে কাজে যোগ দিয়েছেন মোহাম্মদ ওমর ফারুক। মঙ্গলবার অানুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।



এছাড়া চট্টগ্রাম বন্দরের মেম্বার ফাইনান্স পদে নতুন একজন কর্মকর্তা যোগ দিচ্ছেন। টি বোর্ড থেকে ওই কর্মকর্তাকে প্রেষণে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে।


চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) জাফর আলম বাংলানিউজকে বলেন, চিফ পার্সোনাল অফিসার ওমর ফারুক মঙ্গলবার সচিব পদে দায়িত্ব গ্রহণ করেছেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে চিফ পারসোনাল অফিসারের দায়িত্ব পালন করবেন।

এছাড়া আগামী সপ্তাহে পরিচালক প্রশাসন পদে চা বোর্ডের মেম্বার মোহাম্মদ সিদ্দিক যোগদান করবেন বলে জানান।

ওমর ফারুক জানান, সাবেক সচিব আলাউদ্দিন মিয়ার কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন তিনি।

গত ২৮ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ শাখা ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালকের (প্রশাসন) দফতর থেকে দুটি পৃথক আদেশে এ পরিবর্তনের নির্দেশ জারি করা হয়।

এ দুটি পদ অবসরজনিত কারণে সম্প্রতি শূণ্য হয়। এর আগে বন্দরের মো. আবদুল হান্নান চট্টগ্রাম বন্দরের সদস্য (অর্থ) ও মো. আলাউদ্দিন মিয়া সচিব হিসেবে কর্মরত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।