ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নগরীতে ছাত্রলীগের হরতালবিরোধী লাঠি মিছিল

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
নগরীতে ছাত্রলীগের হরতালবিরোধী লাঠি মিছিল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: একাত্তরের মানবতাবিরোধী অপরাধে এ.টি.এম. আজহার উদ্দিনের ফাঁসির রায়কে কেন্দ্র করে জামায়াত শিবিরের ‍ডাকা হরতাল প্রত্যখ্যানে চট্টগ্রামে হরতাল বিরোধী লাঠি মিছিল এবং সমাবেশ করেছে মহানগর ছাত্রলীগ।

বুধবার দলীয় কার্যালয় থেকে শুর হওয়া হরতাল বিরোধী লাঠি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

  পরে লালদীঘির ময়দানের প্রধান সড়কে এক হরতাল বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা একাত্তরের মানবতাবিরোধী অপরাধে এ.টি.এম. আজহারুল ইসলামের সর্বোচ্চ শাস্তি হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।


প্রধান বক্তার বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, জামায়াতের ডাকা হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে।   নগর জুড়ে জামায়াত-শিবিরের যে কোন সহিংসতা জনগণকে নিয়ে মোকাবেলা করতে ছাত্রলীগ প্রস্তুত রয়েছে।

সভাপতির বক্তব্যে সংগঠনের সহ-সভাপতি একরামুল হক রাসেল বলেন, জামায়াত শিবিরের বোমাবাজি, পেট্টলবাজী, অপরাজনীতি মোকাবেলাতে ছাত্রলীগ লাঠি হাতে রাজপথে আছে।

এতে আরও বক্তব্য রাখেন, শাহীন মোল্লা, সুজন বর্মন, সাইফুল ইসলাম, আবুল মনসুর টিটু, আবু হানিফ রিয়াদ।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।