চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে দিদারুল আলম (৩০) ওরফে ডাকাত দিদার নামে একজন খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৮ জনকে আটক করেছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম বাঁশখালা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
চট্টগ্রামের সাতকানিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার মো.এমরান ভূঁইয়া বাংলানিউজকে বলেন, যিনি খুন হয়েছেন তিনি এলাকার বড় মাপের ডাকাত।
ঘটনাস্থলে থাকা বাঁশখালী থানার এস আই রতেব দাশ বাংলানিউজকে জানান, জায়গা-জমি নিয়ে বাঁশখালা গ্রামের মীর আহমদ ও বাবুল আহমেদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতেও কয়েকটি মামলা বিচারাধীন আছে। দিদার মীর আহমেদের চাচাত ভাই।
বুধবার দুপুরে দিদার তার বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। এসময় প্রতিপক্ষের লোকজন একা পেয়ে তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই দিদার মারা যায়।
হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করেছে। দিদারের লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪২ঘণ্টা, ডিসেম্বর ৩১,২০১৪