ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রেসক্লাবে ভোটগ্রহণ শেষ, গণনা চলছে

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
প্রেসক্লাবে ভোটগ্রহণ শেষ, গণনা চলছে

চট্টগ্রাম: প্রেসক্লাবে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।   বুধবার সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণের পর এখন চলছে গণনার পালা।



এবার প্রেসক্লাবের নির্বাচনে ১৫টি পদে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেছেন।  

নির্বাচন পরিচালনা কমিটির কমিশনার ওমর কায়সার বাংলানিউজকে জানান, এবছর সভাপতি ১টি পদে ৫জন, সিনিয়র সহ সভাপতি ১টি পদে চারজন, সহ সভাপতি ১টি পদে তিনজন, সাধারণ সম্পাদক ১টি পদে তিনজন, যুগ্ম সম্পাদক ১টি পদে তিনজন, অর্থ সম্পাদক ১টি পদে চারজন, সাংস্কৃতিক সম্পাদক ১টি পদে তিনজন, ক্রীড়া সম্পাদক ১টি পদে দুইজন, গ্রন্থাগার সম্পাদক ১টি পদে দুইজন, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক ১টি পদে তিনজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ১টি পদে দুইজন এবং কার্যকরী সদস্যের চারটি পদে আটজন প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।