চট্টগ্রাম: মহানগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে নুর আহমদ সড়কে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে এ সমাবেশ শুরু হয়।
সমাবেশ উপলক্ষে ট্রাকের মধ্যে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চে উপস্থিত আছেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল হক, নগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলম ও আবু সুফিয়ান।
নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
‘৫ জানুয়ারি গণতন্ত্র রক্ষা দিবস’ উপলক্ষে দুপুর দুইটা থেকে কালো পতাকা মিছিল হাতে সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে এসে সমাবেশে জড়ো হয়। এছাড়া মঞ্চে মহিলা দল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বেশ কিছু নেতা উপস্থিত রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৪।