ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গ্রেফতার এড়াতে তিন তলা ভবন থেকে লাফ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৫
গ্রেফতার এড়াতে তিন তলা ভবন থেকে লাফ

চট্টগ্রাম: গ্রেফতার এড়াতে বিএনপির দলীয় কার্যালয় নগরীর নাসিমন ভবনের সামনে ইয়াসমিন প্যালেস নামে তিন তলা ভবন থেকে লাফ দিয়ে ২০ দলীয় জোটের এক কর্মী গুরুতর আহত হয়েছেন।   সোমবার সন্ধ্যা ৬টার দিকে দিকে পুলিশ ভবনটিতে অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।



কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মহিউদ্দিন সেলিম বাংলানিউজকে বলেন,‘ইয়াসমিন প্যালেসে অভিযান চালানোর সময় এক যুবক তিন তলা থেকে লাফ দিয়েছে।   তাকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।


পুলিশ যুবকটিকে উদ্ধারের পর হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে কাউকে লাফ না দিতে সতর্ক করছে।

এদিকে বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবনের সামনের একটি ভবনে অভিযান চালিয়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রায় দেড় শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।   ইয়াসমিন প্যালেস নামে ভবনটিতে পুলিশের অভিযান এখনো চলছে।   

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারী ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।