ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মীরসরাইয়ে কাভার্ড ভ্যানে আগুন

মীরসরাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪১, ডিসেম্বর ৩১, ২০১৪
মীরসরাইয়ে কাভার্ড ভ্যানে আগুন ছবি : ফাইল ফটো

চট্টগ্রাম: চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারে একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।



বুধবার (৩১ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, রাত ৮টার দিকে চট্টগ্রাম থেকে একটি কাভার্ড ভ্যান ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় আকস্মিকভাবে কয়েকজন তরুণ রাস্তার পাশ থেকে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে কাভার্ড ভ্যানটিতে আগুন ধরে যায়।

এসময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছ বলে জানান ওসি ইমতিয়াজ।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।