ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২, ২৪ এপ্রিল ২০২৫, ২৫ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চুয়েটে জ্বালানি-খনিজ সম্পদ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৫
চুয়েটে জ্বালানি-খনিজ সম্পদ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ‘গ্রাজুয়েট স্টাডি অপরচুনিটি এট মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ড (এমইউএন), কানাডা অ্যান্ড ‘রিসার্চ প্রসপেক্ট অন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক সেমিনার মঙ্গলবার অনুষ্ঠিত হয়।

চুয়েটের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগ আয়োজিত সেমিনারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম ও যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউস সালাম।

প্রধান অতিথি বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ যথাযথ উত্তোলন ও ব্যবহারের মাধ্যমে দেশের উন্নয়ন-অগ্রগতির নতুন দ্বার উন্মোচিত হবে।
এ বিষয়টি লক্ষ্য রেখে চুয়েটে পিএমই বিভাগ চালু করা হয়েছে। এ বিভাগ থেকে সময়োপযোগী পাঠক্রম, আধুনিক ল্যাব ও যন্ত্রপাতি সহযোগে বিশ্বমানের গ্রাজুয়েট তৈরির সার্বিক কার্যক্রম এগিয়ে চলছে। এ খাতে নিজেদেরকে বিশ্বমানের হিসেবে প্রস্তুত করতে বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা-সহযোগিতা গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বর্তমান সময়টা তথ্য-প্রযুক্তিতে সমৃদ্ধ। এ সুবিধা কাজে লাগিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে যেসব কার্যক্রম পরিচালিত হচ্ছে সেসব নেটওয়ার্কে নবীন প্রকৌশলীদেরকে সংযুক্ত করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি বলেন, যে কোন দেশের টেকসই উন্নয়নে জ্বালানি ও খনিজ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা মধ্যম আয়ের দেশ হিসেবে যেসব লক্ষ্য মাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছি সেসব পূরণের জন্য আমাদের দেশের জ্বালানি ও খনিজ সম্পদের সুষ্ঠু আহরণ ও ব্যবহার পদ্ধতির জন্য দক্ষ, প্রশিক্ষিত জনশক্তি প্রয়োজন। এ ধরনের জনশক্তি আমাদের বিদেশ নির্ভরতা কমিয়ে সম্পদের সুষ্ঠু ব্যবহারে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ড (এমইউএন) এর সহযোগী অধ্যাপক ড. এম এনামুল হোসেন। সভাপতিত্ব করেন পিএমই বিভাগের প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক। আলোচনায় অংশ নেন শাবি’র পিএমই বিভাগের প্রধান ড. এম ফরহাদ হাওলাদার। স্বাগত বক্তব্য রাখেন পিএমই বিভাগের সহকারী অধ্যাপক তারেক-উজ-জামান। সঞ্চালনায় ছিলেন পিএমই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইসলাম মিয়া।

মূল প্রবন্ধে ড. এম এনামুল হোসেন বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ সারা বিশ্বে অত্যন্ত গুরুত্ববহ খাত হিসেবে বিবেচিত। বিভিন্ন দেশে এ খাতের মাধ্যমে বড় ধরনের অগ্রগতি এসেছে। বাংলাদেশেও এ বিষয়ে দক্ষ জনশক্তি গড়ে উঠছে। এই জনশক্তি বিশ্বে চলমান বিভিন্ন প্রকল্পে সংযুক্ত হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এছাড়া শিক্ষক-গবেষকরাও বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ গড়ে তুলে নিজেদের জ্ঞান ও গবেষণার ভাণ্ডারকে সমৃদ্ধ করে তুলতে পারে।   মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ডের দুয়ার চুয়েটের পিএমই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা-গবেষণার জন্য সব সময় উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৫
আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।