ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

এজেন্ট বের করে দেয়ার অভিযোগ বিএনপি প্রার্থীর

মুহাম্মদ রিগ্যান উদ্দিন, উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এজেন্ট বের করে দেয়ার অভিযোগ বিএনপি প্রার্থীর ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরসরাই থেকে: মিরসরাই পৌরসভা নির্বাচনের বেশ কয়েকটি কেন্দ্রে বিএনপি এজেন্টদের বের করে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী রফিকুল পারভেজ।

তিনি বাংলানিউজকে বলেন, ভোটকেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে।

  এর মধ্যে ১, ২, ৩, ৬, ৮ ও ৯ নম্বর কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

‘নির্বাচন সুষ্ঠু হচ্ছে না।
প্রচুর জাল ভোট পড়ছে। আওয়ামী সমর্থকরা আমাদের এজেন্টদের ভোটকেন্দ্রে থাকতে দিচ্ছেনা। ’

বুধবার সকাল সাড়ে আটটার দিকে মিরসারই পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট দেন বিএনপি প্রার্থী রফিকুল পারভেজ।

এছাড়া সকাল সাড়ে নয়টার দিকে পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ২ নম্বর কক্ষে ভোট দেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী এম গিয়াস উদ্দিন।

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমআর/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।