ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সন্দ্বীপ ও রাঙ্গুনিয়ায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন

রমেন দাশগুপ্ত, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
সন্দ্বীপ ও রাঙ্গুনিয়ায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন

চট্টগ্রাম: ভোটকেন্দ্র দখল ও জাল ভোট দেওয়ার প্রতিবাদে ভোট বর্জন করেছেন সন্দ্বীপ পৌরসভা নির্বাচনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লাহ বাহাদুর ও রাঙুনিয়ার বিএনপি প্রার্থী মো. হেলাল উদ্দিন খান।

এসময় নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত করার দাবিও জানান তারা।



বুধবার সকাল পৌনে ১১টার দিকে সন্দ্বীপ প্রার্থী আজমত উল্লাহ বাহাদুর টেলিফোনে বাংলানিউজকে বলেন, বহিরাগত সন্ত্রাসী দিয়ে ভোটকেন্দ্র দখল করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী। তারা কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দিয়েছে।
  জাল ভোট দিচ্ছে।   এভাবে নির্বাচন হতে পারেনা। তাই আমি এ নির্বাচন বর্জন করেছি।

তিনি বলেন, নির্বাচন বাতিল করে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত করার দাবি জানাচ্ছি।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্র দখল ও ভোট জালিয়াতির প্রতিবাদে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন বিএনপি প্রার্থী আজমত উল্লাহ বাহাদুর।

একই অভিযোগ করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন রাঙুনিয়ার বিএনপি প্রার্থী মো. হেলাল উদ্দিন খান।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরডিজি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।