ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শুক্রবারের বাজারদর

দাম কমেছে সবজি-মাছের, স্বস্তিতে ক্রেতারা

ইসমেত আরা, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
দাম কমেছে সবজি-মাছের, স্বস্তিতে ক্রেতারা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: পঞ্জিকার পাতা উল্টে এসেছে নতুন একটি বছর।   বছর শুরুর সঙ্গে সঙ্গে বাজারেও বইতে শুরু করেছে স্বস্তির আবহ।

  বাজারে গত সপ্তাহের তুলনায় দাম কমেছে প্রায় প্রতিটি সবজির।   একইসঙ্গে দাম কমেছে দেশি ও সামুদ্রিক মাছের।
  তাই নতুন বছরের শুরুতে কম দামে বাজার করতে পেরে স্বস্তি বিরাজ করছে ক্রেতাদের মাঝেও।

শুক্রবার নগরীর রিয়াজউদ্দিন বাজার, ষোলশহর কর্ণফুলী মার্কেট কাঁচাবাজার ও কাজির দেউড়ি বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০-২৫ টাকা যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৩০-৩৫ টাকায়, বাধাকপি বিক্রি হচ্ছে ১৫-২০ টাকায় যা গত সপ্তাহে ছিল ২৫ টাকা, শিম ২৫-৩০ টাকা যা গত সপ্তাহে বিক্রি হয়েছে কেজি ৪০-৫০ টাকায়, মূলা কেজি কেজি ১৫ টাকা যা গত সপ্তাহে ছিল ২০ টাকা, বেগুন কেজি ২৫ টাকা যা গত সপ্তাহে ছিল ৩৫-৪০ টাকা, টমেটো কেজি ২৫-৩৫ টাকা যা গত সপ্তাহে ছিল ৩০-৫০ টাকা, চিচিঙ্গা কেজি ৩০ টাকা যা গত সপ্তাহে ছিল ৫০ টাকা, বরবটি কেজি ৩৫-৪০ টাকা যা গত সপ্তাহে বিক্রি হয়েছে কেজি ৫০ টাকায়।

এছাড়া লাউ বিক্রি হচ্ছে কেজি ২০-২৫ টাকা, গাজর ৩৫-৪০ টাকা, পেঁয়াজ পাতা ২৫ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, মিষ্টি কুমড়া কেজি ২৫ টাকা, তিত করলা কেজি ৪০ টাকা, পেঁপে ২০ টাকা, পটল কেজি ৩০ টাকা, আলু কেজি ৩০-৩৫ টাকা, শশা কেজি ২০-২৫ টাকা, কাঁচামরিচ কেজি ৬০ টাকা, ধনেপাতা বিক্রি হচ্ছে ৬০ টাকা প্রতি কেজি।

ষোলশহর কর্ণফুলী মার্কেট কাঁচাবাজারের সবজি বিক্রেতা মাহফুজ আহমেদ বাংলানিউজকে বলেন, সবজির সরবরাহ ভালো।   তাই গত সপ্তাহের তুলনায় দাম অনেকটা কমেছে।   এজন্য বিক্রিও ভালো হচ্ছে। কিছুদিনের মধ্যে দাম আরও কমে যাবে বলে আশা করছি।

মাছের বাজার ঘুরে দেখা গেছে, তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ছোট প্রতি কেজি ১২০ টাকা, বড় ১৪০-১৬০ টাকায়, রুই মাছ ১৮০-২০০ টাকা, পাঙ্গাস কেজি ১২০ টাকা, সুরমা মাছ কেজি ১২০ টাকা, চাপিলা কেজি ৮০ টাকা, শিং মাছ কেজি ১২০ টাকা, কই মাছ ১৪০ টাকা, ট্যাংড়া কেজি ৫০০ টাকা, লইট্যা মাছ বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা প্রতি কেজি।

কাজীর দেউড়িতে বাজার করতে আসা স্কুল শিক্ষিকা জিনাত সুলতানা বাংলানিউজকে বলেন, বছরের প্রথম দিনে এসে কিছুটা কম দামেই বাজার করতে পেরেছি।   জিনিসপত্রের দামও কম। বছরের শুরুর এ আবহটা যেন সারাবছর থাকে এটাই চাইবো।

এদিকে দামও কিছুটা কমে ব্রয়লার মুরগি কেজি বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়, দেশি মুরগি বিক্রি হচ্ছে ৩০০-৩২০ টাকা কেজি।   এছাড়া গরুর মাংস হাড়সহ ৩৮০ থেকে ৪০০ টাকা, হাড়ছাড়া ৪৫০-৫০০ টাকা, খাসির মাংস বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫৩০ টাকা প্রতি কেজি।

বাংলাদেশ সময় : ১২১০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।