ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে ফায়ার সার্ভিস কর্মী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
সীতাকুণ্ডে ফায়ার সার্ভিস কর্মী নিহত

চট্টগ্রাম: সীতাকুণ্ড বাজারে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মী মহররম আলী (২৯) নিহত হয়েছেন। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।



দুই ছেলের বাবা মহররম আলী সীতাকুণ্ড ফায়ার স্টেশনে ১১ বছর ধরে বাবুর্চির কাজ করছেন। তিনি কুমিল্লার মনোহরগঞ্জের ওহাব আলীর ছেলে।
 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ হামিদ বাংলানিউজকে জানান, স্টেশনের কর্মীদের জন্য বাজার করতে সীতাকুণ্ড বাজারে গেলে নোয়াখালী লাইনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।

এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুল্যান্সে করে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এআর/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।