ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘বিজয় মেলা বাঙালিকে ঐক্যবদ্ধ থাকার প্রেরণা যুগিয়েছে’

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
‘বিজয় মেলা বাঙালিকে ঐক্যবদ্ধ থাকার প্রেরণা যুগিয়েছে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধের বিজয় মেলা বাঙালি জাতিসত্তা, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি সুরক্ষার আদর্শিক মঞ্চ। বিজয় মেলা বাঙালিকে ঐক্যবদ্ধ থাকার প্রেরণা যুগিয়েছে এবং মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনাকে প্রজন্ম পরমপরায় ধারণ করে আসছে।



বৃহস্পতিবার রাতে নগরীর আউটার স্টেডিয়ামে মাসব্যাপী মুক্তিযুদ্ধে বিজয় মেলার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের গর্বিত অতীতকে ধারণ করে বর্তমানকে সমৃদ্ধ করে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে।
এই এগিয়ে যাওয়ার শক্তি মুক্তিযুদ্ধের বিজয় মেলা।

মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা, দেশি-বিদেশি পণ্য বিক্রেতাদের উদ্দেশে তিনি বলেন, মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ীরাই এ আয়োজনের প্রধান উপকরণ। তাদের মধ্যে কোন ব্যবসায়ীক মনোবৃত্তি নেই। ক্রেতারা এখানে স্বল্পমূল্যে তাদের কাঙ্খিত পণ্যটি পেয়ে থাকেন বলে সারাবছর এ মেলার জন্য তারা মুখিয়ে থাকেন। তাই এ মেলা সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের কো চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে ও মহাসচিব মো. ইউনুছের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কো চেয়ারম্যান অমল মিত্র, মুক্তিযোদ্ধা পান্টু লাল সাহা, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, মেলার তত্ত্বাবধায়ক হাজী সাহাবুদ্দিন, সাজেদুল আলম মিল্টন এবং মেলায় অংশগ্রহণকালী স্টল মালিকদের পক্ষে এম আরমান প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে বিজয় মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন ক্যাটাগরির সেরা স্টলের জন্য মালিকদের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মহিউদ্দিন চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।