চট্টগ্রাম: আয়োডিনবিহীন লবন বাজারজাত ও বিএসটিআই’র লাইসেন্স না থাকার অভিযোগে নগরীর মাঝির ঘাট এলাকায় অবস্থিত আট লবন প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে পাঁচ লাখ ৮০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (১জানুয়ারি) সকাল ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিএসটিআই ও র্যাব যৌথভাবে এ অভিযান চালায়।
বিএসটিআই’র চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা মো. শাফায়াত হোসেন বাংলানিউজকে বলেন, ‘আয়োডিনবিহীন লবন বাজারজাত ও বিএসটিআই’র লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে।
অভিযানে তনয় সল্ট ক্রাশিং ইন্ড্রাস্টিজকে ১লাখ ৫ হাজার, নিউ রূপসা সল্ট ইন্ড্রাস্টিজকে ১ লাখ, আহম্মদিয়া সল্ট ক্রাশিং ইন্ড্রাস্টিজকে ১ লাখ, ফারিয়াল সল্ট ক্রাশিং ইন্ড্রাস্টিজকে ৭৫ হাজার, তানভীর সল্ট ক্রাশিং ইন্ড্রাস্টিজকে ৭৫ হাজার, মায়া সল্ট ক্রাশিং ইন্ড্রাস্টিজকে ৫০ হাজার, এফএস সিন্ডিকেট সল্ট ইন্ড্রাস্টিজকে ৫০ হাজার এবং এসটি সল্ট ক্রাশিং ইন্ড্রাস্টিজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৫
টিএইচ/টিসি