চট্টগ্রাম: শাহীন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব পতেঙ্গার (এসজিসিসিপি) সপ্তম মেম্বারস কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট এয়ার কমেডোর অং সু তু শনিবার প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
টুর্নামেন্টে উইং কমান্ডার মো. আফাজ উদ্দিন ০৯ হোল খেলায় বিজয়ী এবং কমান্ডার এম আশরাফ উদ্দিন রানার আপ ট্রফি লাভ করেন। মিসেস ফেরদৌসী সালেহ মহিলা গ্রুপে বিজয়ী এবং মিসেস কামরুন্নেসা এহসান রানার আপ ট্রফি লাভ করেন।
মাস্টার আউসাফ বিন আফাজ (ওয়াসী) জুনিয়র গ্রুপে বিজয়ী ও মাস্টার সাদমান রাফিদ রানার আপ ট্রফি লাভ করেন।
অনুষ্ঠানে ঊর্ধ্বতন সেনা, নৌ, বিমানবাহিনীর কর্মকর্তা ও টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এআর/টিসি