চট্টগ্রাম: ভূমিকম্পের হুড়োহুড়িতে নগরীর দামপাড়া পুলিশ ব্যারাকের এক সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার ভোর ৫টা ৪৫ মিনিটে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে তাজুল ইসলাম নামের ওই পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দায়িত্বশীল সূত্রে জানার পর এ ব্যাপারে যোগাযোগ করলে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, খুব সম্ভব দামপাড়া পুলিশ ব্যারাকের চারতলা ভবন থেকে তড়িঘড়ি করে নামতে গিয়ে তাজুল ইসলাম আহত হয়েছেন। এরপর তাকে জরুরি বিভাগে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) প্রাথমিকভাবে এ কম্পনের মাত্রা ৬ দশমিক ৮ জানিয়েছিল। কিন্তু এক ঘণ্টা পর সংস্থাটি জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭।
সোমবার (০৪ জানুয়ারি) ভোর ৫টা ৭ মিনিটে এ কম্পন অনুভূত হয়। কয়েক সেকেন্ড ধরে এ কম্পন অব্যাহত থাকে।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ঢাকা থেকে ৩৫১ কিলোমিটার দূরে ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলে ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে।
বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এআর/আইএসএ/টিসি
** ভূমিকম্পে কেঁপেছে বৃহত্তর চট্টগ্রামও
** ভূমিকম্পে কেঁপে ওঠে বৃহত্তর চট্টগ্রাম