চট্টগ্রাম: পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর বিশেষ অভিযান পরিচালনা করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বুধবার অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।
অভিযানে নগরীর কোতোয়ালি থানাধীন কাজীর দেউড়ি এলাকায় নূর আহমদ সড়ক ও ফুটপাতের ওপর অবৈধভাবে বালি স্তূপ করে রাখায় মো. এনামকে ৮ হাজার টাকা, সদরঘাট থানাধীন সদরঘাট সড়কের ফুটপাত অবৈধভাবে দখল করে সাইকেলের দোকানের পণ্যসামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে মা সাইকেল স্টোরকে ৫ হাজার টাকা, স্টার সাইকেলকে ৫ হাজার টাকাসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে নূর আহমদ সড়ক, জুবিলি রোড ও সদরঘাট থেকে প্রায় ১০০টি ভাসমান দোকানপাট এবং ভ্যানগাড়ি অপসারণ করা হয়।
অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কোতোয়ালি থানা ও সদরঘাট থানা পুলিশ এবং নগর পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এআর/টিসি