ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কোতয়ালীতে ২২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
কোতয়ালীতে ২২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরীর কোতয়ালী থানার শহীদ মিনার এলাকায় দুই ব্যক্তির কাছ থেকে ২২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ এসেছে।   এ ঘটনায় থানায় মৌখিকভাবে অভিযোগ করেছেন ছিনতাইয়ের শিকার দুই ব্যক্তি।



বুধবার (৬ জানুয়ারি) গভীর রাতে থানায় এসে অভিযোগ করেন ফরিদুল ইসলাম ও মো. হাসান নামের ওই দুই ব্যক্তি।

অভিযোগে তারা বলেন, বুধবার (৬ জানুয়ারি) বিকেলে নগরীর শহীদ মিনার এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন।
এসময় ছিনতাইকারীরা তাদের দু’জনকে মারধর করে সঙ্গে থাকা ২২লাখ টাকা নিয়ে যায় বলেও জানান তারা। তবে পুলিশ বিষয়টিকে রহস্যজনক মনে করছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিমউদ্দিন বাংলানিউজকে বলেন, ‘ছিনতাইয়ের শিকার হয়েছেন দাবি করে দুই ব্যক্তি মৌখিক অভিযোগ করেছেন। কিন্তু বিষয়টি রহস্যজনক। কারণ তারা বুধবার বিকেলে ছিনতাইয়ের শিকার হয়েছেন দাবি করেছেন, কিন্তু অভিযোগ করেছেন গভীর রাতে। এবিষয়ে মামলা হয়নি, তবুও বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। ’
 
বর্তমানে আহত দুই ব্যক্তি নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
টিএইচ/আইএসএ/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।