চট্টগ্রাম: নগরীর খুলশী থানাধীন ওমর গণি এমইএস কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সাব্বির, সাজ্জাদ ও নজরুল নামের তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটার দিকে কলেজ গেটের সামনের রাস্তায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
চমেক সূত্র জানায়, আহত তিনজনকে ক্যাজুয়্যালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সাব্বিরের অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ ছাত্রসংসদের সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। উচ্চমাধ্যমিক পরীক্ষার ফরম ফিলআপের বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বাংলানিউজকে বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে তিনজন আহত হয়েছে। তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ’
বাংলাদেশ সময় : ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
টিএইচ/এআর/টিসি