চট্টগ্রাম: নগরীর ইপিজেড থানাধীন প্রি-পোর্ট এলাকায় রাস্তা পার হওয়ার সময় কনটেইনারবাহী গাড়ির ধাক্কায় সেলিমা বেগম (৩৫) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। তিনি স্থানীয় একটি জ্যাকেট কারখানায় কাজ করতেন।
শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম।
তিনি জানান, ইপিজেড থানা পুলিশ সেলিনাকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে পাঠিয়েছিল।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এআর/টিসি