ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভর্তি-বেতন ফি বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
ভর্তি-বেতন ফি বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: সিটি করপোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি ও মাসিক বেতন ফি বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে মেয়রকে স্মারকলিপি দিয়েছেন চসিক অধিভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

রোববার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় নগর ভবনে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের হাতে স্মারকলিপি তুলে দেন তারা।



এর আগে সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন অভিভাবকরা। শিখা দেবীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সেলিনা বেগম, রুবি আক্তার, মিঠু দেবী, নাসরিন সুলতানাসহ কয়েকজন অভিভাবক।


এসময় বক্তারা বলেন, আমাদের সীমিত আয়। তাই সিটি করপোরেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠাতে শিক্ষা ব্যয় কম হওয়ায় আমাদের সন্তানদের পড়াচ্ছি। কিন্তু এবছর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি ও বেতন ফি দ্বিগুণ হারে বৃদ্ধি করা হয়েছে। এ বিষয়টি আমাদের দুশ্চিন্তাগ্রস্থ জীবনে নতুন আশঙ্কার জন্ম দিয়েছে।

তারা আরও বলেন, এ বিশাল অংকের অর্থ দিয়ে আমাদের মতো নিম্ন আয়ের মানুষের পক্ষে সন্তানদের পড়ালোখা চালানো সম্ভব নয়। তাই আমাদের জোর দাবি ভর্তুকি কমিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি ও বেতন ফি বাড়ানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা পুনঃবিবেচনা করা হোক।

পরে মেয়রকে দেওয়া স্মারকলিপিতেও একই বক্তব্য ও দাবি তুলে ধরেন তারা।
 
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।