ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কালের কণ্ঠে প্রাণের মেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
কালের কণ্ঠে প্রাণের মেলা ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালের কণ্ঠ চট্টগ্রাম কার্যালয়ে বসেছে প্রাণের মেলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শিক্ষক, সাংবাদিক, রাজনীতিক, চিকিৎসক, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, পেশাজীবীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।     

রোববার বেলা পৌনে দুইটায় আনুষ্ঠানিকভাবে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
ব্যুরো প্রধান ফারুক ইকবালের সঞ্চালনায় আলোচনা পর্বে অংশ নেন আমন্ত্রিত অতিথিরা।

চট্টগ্রামকে এগিয়ে নেওয়ার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে মেয়র বলেন, কালের কণ্ঠ পাঠকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এটি দেশের অন্যতম শীর্ষ পাঠকপ্রিয় দৈনিক। চট্টগ্রাম বৈষম্যের শিকার। চট্টগ্রামের অনেক উন্নয়ন প্রকল্প, পরিকল্পনা আমলাতান্ত্রিক জটিলতা ও সমন্বয়হীনতার শিকার। চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে নীতিনির্ধারকদের সামনে এসব তুলে ধরলে তারা দ্রুততম সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন।

মেয়র বলেন, ঢাকা রাজধানী। ঢাকার পরই চট্টগ্রামের গুরুত্ব পাওয়া উচিত। দেশের আমদানি-রফতানির সিংহভাগ হয়ে থাকে প্রাকৃতিক সমুদ্রবন্দর চট্টগ্রাম দিয়ে। এ বন্দরের পরিকল্পিত উন্নয়ন ও আধুনিকায়নের জন্য চট্টগ্রামবাসীর সোচ্চার হওয়া উচিত।

রূপালী ব্যাংকের পরিচালক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান বলেন, পত্রিকা বের হয় কমিটমেন্ট নিয়ে। যুগের পরিবর্তন হয়েছে। এখন আমরা ডিজিটাল যুগে প্রবেশ করেছি। আশা করি, কালের কণ্ঠ আগামী দিনগুলোতে আরও বেশি বেশি চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য, ক্রীড়া, শিল্প, সংস্কৃতি গুরুত্বসহকারে তুলে ধরবে।

তিনি বলেন, সংবাদপত্র শিল্প এগিয়ে নিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভূমিকা ও সহযোগিতা দরকার। এক্ষেত্রে মেয়র আ জ ম নাছির উদ্দিনকে নজর দিতে হবে।   

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি শহীদ উল আলম বলেন, সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের মেধার বিনিময়ে অল্প সময়ের মধ্যে পাঠক সমাদৃত কাগজে পরিণত হয়েছে কালের কণ্ঠ। আশাকরি, এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটবে।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি এজাজ ইউসুফী বলেন, কালের কণ্ঠ লাকি সেভেনে পদার্পণ করেছে। আশাকরি, কালের কণ্ঠ বাংলাদেশের কণ্ঠস্বরে পরিণত হবে। কালে কালে একেকটি কণ্ঠ আসে। কালের কণ্ঠ সব শ্রেণি-পেশার মানুষের কণ্ঠস্বর হবে। কালের কণ্ঠ চট্টগ্রামে শীর্ষস্থানে পৌঁছেছে।

চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার বলেন, কালের কণ্ঠ ছয় বছরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। চট্টগ্রামের সমস্যা-সম্ভাবনা আরও বেশি তুলে আনলে এ জনপদে পত্রিকাটি আরও বেশি পাঠকপ্রিয় হবে। সাংবাদিকতায় নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা বড় বিষয়।

পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন’র ব্যুরো প্রধান রিয়াজ হায়দার বলেন, কালের কণ্ঠ জাতির আশা-আকাঙ্ক্ষা তুলে ধরছে। মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ ও উন্নয়ন-অগ্রযাত্রা তুলে ধরতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে কালের কণ্ঠ।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা সভাপতি ও বড়তাকিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মোরশেদ এলিট বলেন, জুনিয়র চেম্বারের তরুণ শিল্পোদ্যোক্তাদের পাশে যদি কোনো পত্রিকা সবার আগে দাঁড়ায় সেটি কালের কণ্ঠ। সম্পাদক ইমদাদুল হক মিলন ভাইকে এজন্য ধন্যবাদ জানাই। তিনি তরুণ উদ্যোক্তাদের সমস্যা-সম্ভাবনা নিয়ে গোলটেবিল করেছেন।

শুভেচ্ছা জানান চট্টগ্রাম প্রেসক্লাবের সহসভাপতি সালাউদ্দিন মো. রেজা, দ্যা ডেইলি সানের ব্যুরো প্রধান আবদুল্লাহ আল মাহমুদ, সমকালের ব্যুরো প্রধান সরোয়ার সুমন, জুনিয়র চেম্বারের সাবেক সভাপতি ও এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত, প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুসলেহ উদ্দিন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফয়সাল ইকবাল চৌধুরী, সানমারের কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।

ব্যুরো প্রধান ফারুক ইকবাল বলেন, ছোট পরিসরে আমরা ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করেছি। শিগগির আমরা সপ্তম বছরে পদার্পণ উপলক্ষে চট্টগ্রাম সুধী সমাবেশ আয়োজন করবো। বর্তমানে চট্টগ্রামের খবর নিয়ে দ্বিতীয় রাজধানী নামে এক পৃষ্ঠা একদিন পরপর বেরোচ্ছে। এটি রঙিন চার পৃষ্ঠা করার পরিকল্পনা নিয়েছি।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এআর/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।