ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘বাবা হত্যার বিচার কি পাব না?’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
‘বাবা হত্যার বিচার কি পাব না?’ ছবি: উজ্জ্বল ধর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ‘বাবাকে হত্যা করা হয়েছে ১১দিন হয়ে গেল। কিন্তু এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আমার বাবা হত্যার বিচার কি পাবো না?’

এই প্রশ্ন গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনের দিন সাতকানিয়ায় দুই পক্ষের গুলি বিনিময়ে নিহত নুরুল আমিনের দশম শ্রেণি পড়ুয়া ছেলে মো. সাকিবের।

রোববার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে নুরুল আমিন হত্যার প্রতিবাদে হওয়া মানববন্ধনে দাঁড়িয়েছিল সাকিবও।


শুধু সাকিব না মানববন্ধনে ছিলেন তার মা নুরুন্নাহার বেগম এবং তার দুই বোন।

নগর ছাত্রলীগের সদস্য আবদুল্লাহ আল রুবেল ও ফরহাদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, নিহত নুরুল আমিনের স্ত্রী নুরুন্নাহার বেগম, সাতকানিয়া ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা নুরুল ইসলাম, সাবেক কাউন্সিলর আবু তাহের, আবদুল হালিম, মনিরুল ইসলাম আনু, নগর ছাত্রলীগের সহ-সভাপতি  মো. শাকিল মাহমুদ, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রাশেদুল আফরীন জিসান, মহানগর ছাত্রলীগ উপ-সম্পাদক মণ্ডলীর সদস্য আবদুল আহাদ, মো. শামীম, আমিনুল ইসলাম, ওহীদুল আলম, মো. কায়েস, শাহ আজিজ, মহিউদ্দিন, গিয়াস উদ্দিন প্রমুখ।

মানববন্ধনে মো. সাকিব আরও বলেন, আসামিরা আমাদের প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আজও মানববন্ধনে হত্যাকারীরা হামলা চালাবে বলে হুমকি দিয়েছে।

এসময় বক্তারা বলেন, নুরুল আমিন একজন নিরীহ মানুষ ছিলেন। অথচ তাকেই খুন করা হল।

অবিলম্বে নুরুল আমিনের হত্যাকারী এবং পরিকল্পনাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।