ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দত্ত সুইটসকে ১ লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
দত্ত সুইটসকে ১ লাখ টাকা জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর কোতোয়ালি থানার নবাব সিরাজউদ্দৌলা সড়কের মেসার্স দত্ত সুইটসকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।



ম্যাজিস্ট্রেট রুহুল আমীন বাংলানিউজকে জানান, দত্ত সুইটসের কারখানার পরিবেশ অত্যন্ত নোংরা। প্রচুর পরিমাণ শেওলা পড়া মিষ্টি জব্দ করা হয়েছে।
মিষ্টির মধ্যে মরা পোকামাকড় ভাসছিল। পাওয়া গেছে ইঁদুরে খাওয়া মিষ্টিও। কিছু দই পাওয়া গেছে যেগুলো কবে তৈরি করা হয়েছিল, মেয়াদ কত দিন কিছুই লেখা নেই। সবচেয়ে বড় কথা ছোট্ট টয়লেটের পাশে অত্যন্ত নোংরা পরিবেশে মিষ্টি তৈরি হচ্ছিল।

তিনি জানান, আনুমানিক ২০ মণ পচা-বাসি মিষ্টি পাশের নালায় ফেলে ধ্বংস করা হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট রুহুল আমীন।

সম্প্রতি নগরীর এনায়েত বাজার মোড়ের রয়েল বাংলা সুইটস, নন্দনকাননের বোস ব্রাদার্স, দেওয়ান বাজারের ইকবাল সুইটসকে জরিমানা করেছিলেন ম্যাজিস্ট্রেট রুহুল আমীন।

এ ছাড়া র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বনফুল অ্যান্ড কোং লিমিটেড এবং মধুবন ব্রেড অ্যান্ড বিস্কুট কারখানাকে বড় অঙ্কের জরিমানা করেছিলন।

** ‘এত পচা মিষ্টি, কবে বানিয়েছিল জানে না কারিগরও’
** বনফুল ও মধুবন’র দণ্ড ৩০ লাখ টাকা

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এআর/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।