চট্টগ্রাম: নগরীর কোতোয়ালি থানার নবাব সিরাজউদ্দৌলা সড়কের মেসার্স দত্ত সুইটসকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ম্যাজিস্ট্রেট রুহুল আমীন বাংলানিউজকে জানান, দত্ত সুইটসের কারখানার পরিবেশ অত্যন্ত নোংরা। প্রচুর পরিমাণ শেওলা পড়া মিষ্টি জব্দ করা হয়েছে।
তিনি জানান, আনুমানিক ২০ মণ পচা-বাসি মিষ্টি পাশের নালায় ফেলে ধ্বংস করা হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট রুহুল আমীন।
সম্প্রতি নগরীর এনায়েত বাজার মোড়ের রয়েল বাংলা সুইটস, নন্দনকাননের বোস ব্রাদার্স, দেওয়ান বাজারের ইকবাল সুইটসকে জরিমানা করেছিলেন ম্যাজিস্ট্রেট রুহুল আমীন।
এ ছাড়া র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বনফুল অ্যান্ড কোং লিমিটেড এবং মধুবন ব্রেড অ্যান্ড বিস্কুট কারখানাকে বড় অঙ্কের জরিমানা করেছিলন।
** ‘এত পচা মিষ্টি, কবে বানিয়েছিল জানে না কারিগরও’
** বনফুল ও মধুবন’র দণ্ড ৩০ লাখ টাকা
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এআর/আইএসএ/টিসি