চট্টগ্রাম: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নগরীর ১৬টি থানায় মোটরসাইকেলে চড়ে টহল দেওয়া শুরু করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা।
রোববার বিকেল তিনটায় সংশ্লিষ্ট থানার ওসি’র নেতৃত্বে শুরু হয় এ মোটরসাইকেল টহল।
সূত্র জানায়, প্রতিটি থানায় ২০টি করে মোট ৩২০টি মোটরসাইকেল এ টহলে অংশ নিচ্ছে। টহল চলাকালীন সময়ে সংশ্লিষ্ট থানা এলাকার প্রধান সড়ক থেকে অলিগলিতে চষে বেড়াবেন তারা।
এর আগে সকাল ১১টায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল। নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্যসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
সভায় প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত নগরীর প্রতিটি থানায় মোটরসাইকেলে টহলের সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্ট থানার ওসির নেতৃত্বে স্ব স্ব থানায় ২০টি মোটরসাইকেলে করে ২০জন পুলিশ সদস্য টহলে অংশ নেবেন।
নগরীর আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বাংলানিউজকে বলেন, সিদ্ধান্ত অনুসারে রোববার বিকেল তিনটা থেকেই আমাদের থানায় মোটরসাইকেল টহল দেওয়া শুরু করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির একটুও ব্যাঘাত যেন না ঘটে সেই লক্ষ্যে এ টহল।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
টিএইচ/আইএসএ/টিসি