ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘শহীদ হামজা ব্রিগেড’র আট সদস্য দুই দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
‘শহীদ হামজা ব্রিগেড’র আট সদস্য দুই দিনের রিমান্ডে

চট্টগ্রাম: জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেড’র সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার আটজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আটজন হলেন হাবীবুর রহমান, আমিনুল ইসলাম, রাকিব হাসান, মোবাশ্বের হোসেন, আমির হোসেন, আজিজুল হক, আবদুল্লাহ ও মোহাম্মদ শামসুদ্দীন।



গত বছর হাটহাজারীর একটি মাদ্রাসা থেকে তাদের গ্রেফতার করা হয়েছিল। চট্টগ্রাম আদালতের কোর্ট পরিদর্শক মসিউর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।


রোববার মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-৭ এর এএসপি রুহুল আমীন জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ১০,২০১৫
টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।