ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‌চাঁদাবাজিতে অতিষ্ঠ মানুষ পুলিশে দিল অন্তর ও আমিনকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
‌চাঁদাবাজিতে অতিষ্ঠ মানুষ পুলিশে দিল অন্তর ও আমিনকে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর বায়েজিদ থানার টেক্সটাইল গেট এলাকার ত্রাস হিসেবে পরিচিত অন্তর শীল (২৩) ও মো. আল আমিনকে (২৯) আটক করে পুলিশে দিয়েছে উত্তেজিত জনতা। মঙ্গলবার বিপুলসংখ্যক মানুষ থানা এসে তাদের হস্তান্তর করে।

তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন বাংলানিউজকে জানান, স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বাদী হয়ে মো. নুর নবী সরকার অন্তর শীল ও মো. আল আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
তাদের বিরুদ্ধে অভিযোগ টেক্সটাইল গেট এলাকার প্রতিটি ক্ষুদ্র দোকান থেকে ৫ হাজার টাকা করে চাঁদা নিয়ে আসছে। চাঁদা দিতে না পারলে দোকান বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবারও চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে মো. সেলিম, শহিদুল, মো. দেলোয়ারের দোকান বন্ধ করে দেয়। চাঁদার দাবি মেটানোর পর দোকান খোলার অনুমতি দেয়। এ ছাড়া বেশ কয়েকজন দোকানিকে মারধর করে।    

বাংলাদেশ সময়: ২৩২১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এআর/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।