ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনা নিয়ে চলছে বিজ্ঞান মেলা

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৯, ফেব্রুয়ারি ৫, ২০১৬
ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনা নিয়ে চলছে বিজ্ঞান মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: কেউ তৈরি করেছে ‘ম্যানুয়েল রোবট’।   আবার কেউবা মডেলের মাধ্যমে তুলে ধরেছে কলকারখানা ও রাস্তায় গাড়ির ধোঁয়াসহ বিভিন্ন কারণে পরিবেশ দূষণের চিত্র।

  বিজ্ঞান বিষয়ক এরকম দেড় শতাধিক প্রকল্প নিয়ে নগরীর পাথরঘাটায় সেন্ট প্লাসিডস স্কুল অ্যান্ড কলেজে চলছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা।

মেলায় বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রকল্প নিয়ে হাজির হয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ক্লাব পর্যায়ের শিক্ষার্থীরা।
  জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে তিন দিনব্যাপী এ মেলা চলবে শনিবার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত।

জেলা প্রশাসন সূত্র জানায়, ‘৩৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’ উপলক্ষে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।   ‘টেকসই উন্নয়নে চাই টেকসই প্রযুক্তি’ শ্লোগানে মেলায় ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকরা অংশ নিয়েছেন। যেখানে স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত সেবা নিয়ে হাজির হয়েছে। স্কুলের নিচতলা ও দ্বিতীয় তলায় ক্ষুদে শিক্ষার্থীরা স্টল সাজিয়ে বসেছে। মেলার পাশাপাশি প্রতিদিন রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন রয়েছে।

মেলায় ‘ম্যানুয়েল রোবট’ নিয়ে এসেছে এনায়েত বাজার মহিলা কলেজের শিক্ষার্থী সুমা হাওলাদার, তাসনিয়া তাবাসসুম, তুষি দাশ ও অনিন্দিতা দে।   নির্মাতারা বাংলানিউজকে জানান, ‘ম্যানুয়েল রোবট’ এর কাজ হলো জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। মোবাইল অ্যাপসের মাধ্যমে ব্লু টুথ দিয়েই একে নির্দেশ দেওয়া যায়।

এর আগে বৃহস্পতিবার বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. খলিলুর রহমান। জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবময় দেওয়ান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সেন্ট প্লাসিডস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার প্রদীপ লুইস রোজারিও সিএসসি। এসময় উপ-পরিচালক (স্থানীয় সরকার) মো. আবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুল জলিল উপস্থিত ছিলেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান বলেন, ‘বিজ্ঞান এবং প্রযুক্তি শিক্ষার বিবেচনায় আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারিনি। বিভিন্ন কারণে বিজ্ঞান ও গণিত শিক্ষায় ছাত্ররা আগ্রহ হারাচ্ছে। ফলে বিজ্ঞানের ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে।   তাই সরকারের রূপকল্প বাস্তবায়নে এখন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে পারলে, তারা একদিন খ্যাতনামা বিজ্ঞানী হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসবে। ’

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, প্রযুক্তির ধারা অব্যাহত রাখতে এবং সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নে শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। সেজন্য আমরা স্কুল পর্যায়ে এ মেলার আয়োজন করেছি। এ সকল মেলার মাধ্যমে শিক্ষার্থীরা উদ্ভাবন বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। তাদের মাঝে প্রযুক্তির প্রসার ঘটবে।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।