চট্টগ্রাম: নগরীতে ২০ হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৫ ডিসেম্বর) রাতে নগরীর পলোগ্রাউন্ড এলাকা থেকে আব্দুর রহমান ওরফে আমান (২০) নামে ওই যুবককে আটক করা হয়।
নগর পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমান কক্সবাজার থেকে ইয়াবা এনে নগরীতে বিক্রি করে। আমান কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা সিকদার পাড়ার ফরিদ আলমের ছেলে।
কোতয়ালি থানায় আমানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
আরডিজি/আইএসএ/টিসি