ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ডিসি হিলে ‘বিভাস পৌষ উৎসব’ শুরু বুধবার

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
ডিসি হিলে ‘বিভাস পৌষ উৎসব’ শুরু বুধবার

বিভাস আবৃত্তি চর্চা কেন্দ্রের আয়োজনে নগরীর ডিসি হিল প্রাঙ্গনে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘বিভাস পৌষ উৎসব ১৪২৩’।

চট্টগ্রাম: বিভাস আবৃত্তি চর্চা কেন্দ্রের আয়োজনে নগরীর ডিসি হিল প্রাঙ্গনে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘বিভাস পৌষ উৎসব ১৪২৩’।

আগামী বুধ ও বৃহস্পতিবার প্রতিদিন বিকেল ৩টা থেকে শুরু হবে অনুষ্ঠান।

 

প্রথমদিন বংশীবাদন ও আবির লাগিয়ে অনুষ্ঠানের সূচনা করবেন বিভাসের কর্মীরা। উদ্বোধনী সংগীত পরিবেশন করবে অভ্যুদয় সঙ্গীত অঙ্গন।

প্রথমদিন দলীয় নৃত্য পরিবেশন করবে নটরাজ নৃত্যাঙ্গন একাডেমী।  বৃন্দ আবৃত্তি করবে প্রমা আবৃত্তি সংগঠন ও নরেন আবৃত্তি একাডেমী।  একক আবৃত্তি পরিবেশ করবেন রাশেদ হাসান।

মরমী গান পরিবেশন করবেন শিমুল শীল।   ফোক ব্যান্ড স্বপ্নমাঝি পরিবেশন করবে এক ঘন্টার একটি পরিবেশনা। এছাড়াও একক গানে থাকবেন তামান্না ইসলাম ও লিটন নন্দী। সবার শেষে পুতুল নাচ পরিবেশন করবে ব্রাক্ষনবাড়িয়ার বাণী বীণা পুতুল নাচ।

এছাড়া প্রথমদিন চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৃহস্পতিবার মোস্তফা মন্ডল নামে একজন রিকশাওয়ালার মুক, বাঁশি ও ঢাকঢোলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হবে।  

এরপর চট্টগ্রামের আঞ্চলিক গানের জনপ্রিয় মরমী ও আঞ্চলিক গানের দিকপাল আবদুল গফুর হালীকে মরনোত্তর সম্মাননা দেয়া হবে।  সম্মাননা প্রদানের আগে গফুর হালীকে নিয়ে একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হবে।

সম্মাননা পর্বে প্রধান অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাসির উদ্দিন।   প্রধান আলোচক থাকবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সূফী মিজানুর রহমান।   অতিথি হিসেবে থাকবেন চিটাগাং চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম, শিক্ষাবিদ অধ্যক্ষ আনোয়ারা আলম, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য ইকবাল খোরশেদ, সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী লিমিটেডের ডিএমডি নিজামউদ্দিন মাহমুদ হোসাইন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য আহসান উল্লাহ তমাল, প্রাইম ডিসট্রিবিউশন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল আলম মামুন ও চট্টগ্রাম সম্মিলিত আবৃত্তি পরিষদের সভাপতি রাশেদ হাসান।   সম্মাননা পর্বের সভাপতিত্ব করবেন বিভাস সভাপতি আবু সাঈদ মোহাম্দ সেলিম।  

এরপর সূফী গান পরিবেশন করবেন সূফী ব্যান্ড আসওয়াদ।  এছাড়াও মুকাভিনয় করবে মাইম হাসান।

দলীয় নৃত্য পরিবেশন করবে স্কুল অব ওরিয়েন্টাল ডান্স।   একক আবৃত্তি করবেন মাহবুবুর রহমান মাহফুজ, সেলিম রেজা সাগর ও মো.ইমরান।  বৃন্দ আবৃত্তি করবে বিভাস আবৃত্তি চর্চা কেন্দ্র। সবার শেষে মঞ্চ মাতাবেন মাগুরার বাউল রথিন মিত্র ও তার দল।   ফানুস ওড়ানোর মধ্য দিয়ে শেষ হবে দুই দিনব্যাপী পৌষ উৎসব।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পৌষ উৎসব আয়োজনের সহযোগিতায় আছে পিএইচ ফ‌্যামিলি, সিভিও পেট্রোক‌্যামিকেল, এলবিওয়ন গ্রুপ, দেশ মেডিকেল, ওয়াহাব সি সার্ভিস, কোকাকোলা, জেএমজি ফার্নিচার, এয়ারবেল এবং আরাফাত ফিশিং।

পৌষ উৎসবের মিডিয়া পার্টনার বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।