ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাকার টর্চারসেলে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
সাকার টর্চারসেলে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের দাবি কাজেম আলী স্কুলে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ সভায় অতিথিরা। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুক্তিযোদ্ধাদের টর্চারসেল খ্যাত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বাড়িকে ‘মুক্তিযুদ্ধ জাদুঘর’ করার দাবি জানিয়েছেন নগরীর ঐতিহ্যবাহী কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

চট্টগ্রাম: মুক্তিযোদ্ধাদের টর্চারসেল খ্যাত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বাড়িকে ‘মুক্তিযুদ্ধ জাদুঘর’ করার দাবি জানিয়েছেন নগরীর ঐতিহ্যবাহী কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ সভায় চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ সাহাবউদ্দিনের প্রস্তাবনায় কাজেম আলী স্কুলের তিন শতাধিক শিক্ষার্থী হাত তুলে এ প্রস্তাবের সমর্থন করে।

১৯৭১ সালে সালাউদ্দিন কাদেরের বাড়িতে মুক্তিযোদ্ধাদের নির্যাতনের করুণ চিত্র তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে কমান্ডার মোহাম্মদ সাহাবউদ্দিন বলেন, ‘কাজেম আলী স্কুল এলাকার পেট্রোল পাম্পের পাশে সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়ি। মুক্তিযুদ্ধের সময় এ বাড়িটিতে মুক্তিযোদ্ধাদের ধরে এনে শারীরিক নির্যাতন করা হতো।

মুক্তিযোদ্ধাদের রশি দিয়ে বেঁধে পা উপরের দিকে ঝুলিয়ে গরম পানি ও ইলেকট্রিক শট দিতো। তাদের (মুক্তিযোদ্ধা) অপরাধ ছিল তারা কেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানের বিপক্ষে কথা বলতো, কেন জয় বাংলা স্লোগান দিতো। শুধু তাই নয়, এ ঘরে অনেক মুক্তিযোদ্ধা পাশবিক ও অমানবিক নির্যাতনে মৃত্যুবরণ করেছেন। ’

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ইতোমধ্যে সাকা চৌধুরীকে যুদ্ধাপরাধে দণ্ডিত করে ফাঁসিতে ঝুলিয়েছেন। এ বাড়িতে যেহেতু মুক্তিযোদ্ধাদের পাশবিক ও নির্মম নির্যাতন করা হয়েছে, সেহেতু টর্চারসেল খ্যাত বাড়িটি অধিগ্রহণ করে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি। এসময় উপস্থিত কাজেম আলী স্কুলের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী করতালিতে মুখরিত করে তোলে। পরে কমান্ডার সাহাবউদ্দিন উপস্থিত শিক্ষার্থীদের কাছে এ বিষয়ে মতামত জানতে চাইলে তারা হাত তুলে তা সমর্থন জানায়।

কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও বীর চট্টগ্রাম মঞ্চ পত্রিকার সম্পাদক সৈয়দ উমর ফারুকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সরওয়ার কামাল।

শিক্ষিকা মুনমুন জাহানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক লুৎফল কবির ভুইয়া, অভিভাবক সদস্য আইয়ুব আলী। দেশাত্মবোধক গান পরিবেশন করেন স্কুলের শিক্ষার্থী ফারজানা আক্তার, শাহরিয়ার, জয় দাশ প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘন্টা, ডিসেম্বর ২৭, ২০১৬

এসবি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।