ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
বাঁশখালীতে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার বাঁশখালীতে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

বাঁশখালী উপজেলার সরল এলাকা থেকে দুটি এলজি বন্দুক ও তিনটি কার্তুজ সহ কুখ্যাত আবদুর রশিদ প্রকাশ রশিদ্দা ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

চট্টগ্রাম: বাঁশখালী উপজেলার সরল এলাকা থেকে দুটি এলজি বন্দুক ও তিনটি কার্তুজ সহ কুখ্যাত আবদুর রশিদ প্রকাশ রশিদ্দা ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কাহারঘোনার বলিরপাড়ায় ডাকাতের আস্তানা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় আস্তানা থেকে ঘর ভাঙার বিভিন্ন সরঞ্জামাদিও উদ্ধার করা হয়।

ডাকাত আবদুর রশিদ উপজেলার শীলকূপ ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মৃত একরাম মিয়ার পুত্র।

তার বিরুদ্ধে বাঁশখালী থানায় তিনটি ডাকাতিসহ চারটি মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক কামরুল হাসান কায়কোবাদ ও আনোয়ারুল ইসলাম হিরা সহ পুলিশের অন্যান্য সদস্য নিয়ে ডাকাতের আস্তানা ঘেরাও করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও রশিদ্দা ডাকাতকে হাতেহাতে আটক করা হয়। ’

এদিকে ডাকাতের আস্তানায় পুলিশের অভিযান সফল হওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দ পরিলক্ষিত করা গেছে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬

টিএইচ/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।