ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

খাদ্যপণ্যে নিষিদ্ধ উপকরণ মেশানোর দায়ে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
খাদ্যপণ্যে নিষিদ্ধ উপকরণ মেশানোর দায়ে জরিমানা

খাদ্যপণ্যে নিষিদ্ধ উপকরণ মেশানোর দায়ে হালিশহর থানাধীন হালিশহর হাউজিং এলাকার গাউসিয়া বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম: খাদ্যপণ্যে নিষিদ্ধ উপকরণ মেশানোর দায়ে হালিশহর থানাধীন হালিশহর হাউজিং এলাকার গাউসিয়া বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) চসিকের ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন এ অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানকালে সরাইপাড়া এলাকায় ট্রেড লাইসেন্স দেখাতে না পারায় লাক্সারি বেকারিকে ২ হাজার টাকা, এসেট হিলমার্সকে ২ হাজার টাকা, জিসান ক্রোকারিজকে ২ টাকা, নিউ নকশি জুয়েলার্সকে ১ হাজার টাকা জরিমানা করা হয়ে।

এ ছাড়া মোটরজান আইন ১৯৮৩ এর ১৩৮ ও ১৪৩ ধারায় মোহাম্মদ পারভেজকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

  

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মকর্তা, হালিশহর থানা ও সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬

এআর/টিসি          

                                

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।