চট্টগ্রাম: খাদ্যপণ্যে নিষিদ্ধ উপকরণ মেশানোর দায়ে হালিশহর থানাধীন হালিশহর হাউজিং এলাকার গাউসিয়া বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) চসিকের ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন এ অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানকালে সরাইপাড়া এলাকায় ট্রেড লাইসেন্স দেখাতে না পারায় লাক্সারি বেকারিকে ২ হাজার টাকা, এসেট হিলমার্সকে ২ হাজার টাকা, জিসান ক্রোকারিজকে ২ টাকা, নিউ নকশি জুয়েলার্সকে ১ হাজার টাকা জরিমানা করা হয়ে।
এ ছাড়া মোটরজান আইন ১৯৮৩ এর ১৩৮ ও ১৪৩ ধারায় মোহাম্মদ পারভেজকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মকর্তা, হালিশহর থানা ও সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
এআর/টিসি