ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

১৪ সদস্য প্রার্থীর ভাগ্য ২৫৪১ ভোটারের হাতে

সুবল বড়ুয়া, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
১৪ সদস্য প্রার্থীর ভাগ্য ২৫৪১ ভোটারের হাতে

চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাচনে ১৪ সদস্যের ভাগ্য নির্ধারণ করবে ২ হাজার ৫৪১ ভোটার। জেলা পরিষদের নির্ধারিত ১৫টি সাধারণ ও ৫টি সংরক্ষিত ওয়ার্ডে  বুধবার (২৮ ডিসেম্বর) ১৫টি কেন্দ্রে এ  নির্বাচন অনুষ্ঠিত হবে। 

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাচনে ১৪ সদস্যের ভাগ্য নির্ধারণ করবে ২ হাজার ৫৪১ ভোটার। জেলা পরিষদের নির্ধারিত ১৫টি সাধারণ ও ৫টি সংরক্ষিত ওয়ার্ডে  বুধবার (২৮ ডিসেম্বর) ১৫টি কেন্দ্রে এ  নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

চট্টগ্রাম জেলা ও উপজেলায় স্থাপিত ১৫টি কেন্দ্রের ৩০টি বুথে বুধবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীভূক্ত সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

নির্বাচনে চেয়ারম্যান পদে ইতোমধ্যে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক প্রশাসক মো. আবদুস সালাম এবং সাধারণ সদস্য পদে ৪ জন  ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ২ জন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৪ সদস্য পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সাধারণ সদস্য পদে ৪৩ জন, সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১০ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।  

এদিকে, চট্টগ্রামসহ সারাদেশে একযোগে অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হতে চলেছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে স্থানীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।  

ইতোমধ্যে সকল কেন্দ্রে ব্যালট পেপারসহ  নির্বাচনী সকল সামগ্রী পৌঁছে গেছে জানিয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সামসুল আরেফিন  বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনে নির্ধারিত ১৫টি কেন্দ্রে সকল নির্বাচনী সামগ্রী পাঠিয়ে দেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পাদনের লক্ষে  র‌্যাব-পুলিশের পাশাপাশি ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে। নির্বাচনের যাবতীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত যারা: চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক প্রশাসক এম এ সালাম। ১ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে শেখ মোহাম্মদ আতাউর রহমান, ৭ নম্বর ওয়ার্ডে কাজী আব্দুল ওহাব, ৮ নম্বর ওয়ার্ডে কামরুল ইসলাম চৌধুরী, ১২ নম্বর ওয়ার্ডে এস এম আলমগীর চৌধুরী এবং সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে রেহেনা আক্তার ও ৩ নম্বর ওয়ার্ডে দিলুয়ারা ইউসুফ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

কোন কেন্দ্রে কত ভোটার:  চট্টগ্রাম জেলা পরিষদের ১ নম্বর ভোট কেন্দ্র-মিরসরাই উপজেলা কমপ্লেক্স বিআরডিবি ভবনে ২টি বুথে ভোটার ১৮৫ জন। এরমধ্যে ১৪২ জন পুরুষ সদস্য এবং ৪৩ জন মহিলা সদস্য রয়েছে।

২ নম্বর ভোট কেন্দ্র-সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে ২টি বুথে ভোটার ১৮৫ জন। এরমধ্যে ১৪২ জন পুরুষ সদস্য এবং ৪৩ জন মহিলা সদস্য রয়েছে।  

৩ নম্বর ভোট কেন্দ্র-সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সের কবি আবদুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে ২টি বুথে ভোটার ১৮৫ জন। এরমধ্যে ১৪২ জন পুরুষ  এবং ৪৩ জন মহিলা সদস্য রয়েছে।  

৪ নম্বর ভোট কেন্দ্র-নগরীর জামালখানস্থ ডাঃ খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২টি বুথে ভোটার ১৬৩ জন। এরমধ্যে ১২৪ জন পুরুষ  এবং ৩৯ জন মহিলা সদস্য রয়েছে।  

৫ নম্বর ভোট কেন্দ্র-হাটহাজারীর উপজেলার পার্বতী মডেল উচ্চ বিদ্যালয়ের ২টি বুথে ভোটার ১৪৬ জন। এরমধ্যে ১১২ জন পুরুষ  এবং ৩৪ জন মহিলা সদস্য রয়েছে।  

৬ নম্বর ভোট কেন্দ্র-ফটিকছড়ি উপজেলা কমপ্লেক্স-এর মুক্তিযোদ্ধা জহরুল হক হলের ২টি বুথে ভোটার ১৩৩ জন। এরমধ্যে ১০২ জন পুরুষ  এবং ৩১ জন মহিলা সদস্য রয়েছে।  

৭ নম্বর ভোট কেন্দ্র-রাউজান উপজেলা কমপ্লেক্স-এর উপজেলা সম্মেলন কক্ষে ২টি বুথে ভোটার ১৯৭ জন। এরমধ্যে ১৫১ জন পুরুষ  এবং ৪৬ জন মহিলা সদস্য রয়েছে।  

৮ নম্বর ভোট কেন্দ্র-রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের পাবলিক হলের ২টি বুথে ভোটার ১৮৫ জন। এরমধ্যে ১৪২ জন পুরুষ  এবং ৪৩ জন মহিলা সদস্য রয়েছে।  

৯ নম্বর ভোট কেন্দ্র বোয়ালখালী গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের ২টি বুথে ভোটার ১৭০জন। এরমধ্যে ১৩২ জন পুরুষ  এবং ৩৮ জন মহিলা সদস্য রয়েছে।

১০ নম্বর ভোট কেন্দ্র-পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনের ২টি বুথে ভোটার ১৮৫ জন। এরমধ্যে ১৪২ জন পুরুষ  এবং ৪৩ জন মহিলা সদস্য রয়েছে।

১১ নম্বর ভোট কেন্দ্র-চন্দনাইশ উপজেলা পরিষদ মিলনায়তনে ২টি বুথে ভোটার ১৫৯ জন। এরমধ্যে ১২২ জন পুরুষ  এবং ৩৭ জন মহিলা সদস্য রয়েছে।  ১২ নম্বর ভোট কেন্দ্র-আনোয়ারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২টি বুথে ভোটার ১৩৩ জন। এরমধ্যে ১০২ জন পুরুষ  এবং ৩১ জন মহিলা সদস্য রয়েছে।

 ১৩ নম্বর ভোট কেন্দ্র-বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২টি বুথে ভোটার ১৭২ জন।

 ১৪ নম্বর ভোট কেন্দ্র-সাতকানিয়া উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে  ২টি বুথে ভোটার ১৭২ জন। এরমধ্যে ১৩১ জন পুরুষ  এবং ৪১ জন মহিলা সদস্য রয়েছে।

 ১৫ নম্বর ভোট কেন্দ্র-লোহাগাড়া উপঝেলার ফয়েজ শফি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২টি বুথে ভোটার ১৭১ জন। এরমধ্যে ১৩২ জন পুরুষ  এবং ৩৯ জন মহিলা সদস্য রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬

এসবি/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।