ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পাঁচলাইশে কাটা পা উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
পাঁচলাইশে কাটা পা উদ্ধার

নগরীর পাঁচলাইশে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে থেকে একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম: নগরীর পাঁচলাইশে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে থেকে একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ব্যান্ডেজে মোড়ানো পা উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে থাকা পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এস আই) আমিরুল বাহার বাংলানিউজকে বলেন, হাসপাতালের মূল ফটকের বিপরীতে ইপিক হেলথ কেয়ারের নিচে ড্রেনে একটি পা পাওয়া গেছে।   সেখানে লাশ পড়ে আছে এমন তথ্যের ভিত্তিতে আমরা গিয়েছিলাম।

  কিন্তু ড্রেনের ভেতরে একটি পা পাওয়া গেছে।

‘ধারণা করছি এটি কোন তরুণীর পা।   সম্ভবত চমেক হাসপাতাল কিংবা কোন ক্লিনিক থেকে অপারেশনের পর বর্জ্য হিসেবে এটি ড্রেনে ফেলা হয়েছে। ’ বলেন এস আই আমিরুল বাহার।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬

আরডিজি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।