চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত জেলা ও উপজেলার ১৫টি কেন্দ্রের ৩০টি বুথে ভোটগ্রহণ করা হয়।
ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোটগণনার কাজ।
বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সামসুল আরেফিন বাংলানিউজকে জানান, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নগরীর একটি সহ চট্টগ্রাম জেলার ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
ভোটগ্রহণে নিয়োজিত ছিলেন ১৫ জন প্রিজাইডিং অফিসার, ৩০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৬০ জন পোলিং অফিসার।
চেয়ারম্যান পদে উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, সাধারণ সদস্য পদে ৪ জন ও সংরক্ষিত সদস্য পদে ২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ২১ পদের মধ্যে ১৪ সদস্য পদে ৫৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘন্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এসবি/আইএসএ/টিসি