ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান হলেন মোস্তাক আহমদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান হলেন মোস্তাক আহমদ কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান হলেন মোস্তাক আহমদ। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেসরকারিভাবে কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোস্তাক আহমদ চৌধুরী। তিনি পেয়েছেন ৭৬৮ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি সালাউদ্দিন মাহমুদ পেয়েছেন ২১৯ ভোট।

কক্সবাজার: বেসরকারিভাবে কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোস্তাক আহমদ চৌধুরী। তিনি পেয়েছেন ৭৬৮ ভোট।

তার একমাত্র প্রতিদ্বন্দ্বি সালাউদ্দিন মাহমুদ পেয়েছেন ২১৯ ভোট।

বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে দুপুর ২টা পর্যন্ত।

কক্সবাজারে ১৫টি কেন্দ্রে ১০০৩ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৯৮৭ জন।

পরে ভোটগণনা শেষে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চেয়ারম্যান পদের তালিকা প্রকাশ করা হয়। তবে এখনো পর্যন্ত সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের ফলাফল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছায়নি।

এদিকে নির্বাচনের ভোটগ্রহণ নিয়ে উত্তেজনা বিরাজ করলেও কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন।

বাংলাদেশ সময় ১৬৫০ ঘন্টা, ডিসেম্বর ২৮, ২০১৬

টিটি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।