কক্সবাজার: বেসরকারিভাবে কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোস্তাক আহমদ চৌধুরী। তিনি পেয়েছেন ৭৬৮ ভোট।
বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে দুপুর ২টা পর্যন্ত।
পরে ভোটগণনা শেষে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চেয়ারম্যান পদের তালিকা প্রকাশ করা হয়। তবে এখনো পর্যন্ত সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের ফলাফল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছায়নি।
এদিকে নির্বাচনের ভোটগ্রহণ নিয়ে উত্তেজনা বিরাজ করলেও কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন।
বাংলাদেশ সময় ১৬৫০ ঘন্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
টিটি/আইএসএ/টিসি