চট্টগ্রাম: চট্টগ্রামে দুই দিনব্যাপী লোকনাথ স্মরণ উৎসব ও সীতাকুণ্ডের চন্দ্রনাথের শীর্ষে লোকনাথের শুভপদার্পণের ১৫৬তম বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হচ্ছে। লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ চট্টগ্রাম জেলার উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে নগরীর জেএমসেন হল প্রাঙ্গণে বাবার বাল্যভোগ ও পূজার মধ্য দিয়ে শুরু হবে লোকনাথ স্মরণ উৎসব। শনিবার (৩১ ডিসেম্বর) সীতাকুণ্ড লোকনাথ মন্দিরে বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হবে।
উৎসব আয়োজনের ১ম পর্বে থাকছে শ্রী মৎ ভগবত গীতা পাঠ, আলোচনা সভা, মাতৃ সম্মেলন, ‘মা’ সম্মাননা প্রদান, প্রসাদ বিতরণ। ২য় পর্বে থাকছে ‘হৃদয়ে লোকনাথ’ শীর্ষক ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, আলোচনা সভা, গুনীজন সংবর্ধনা ও প্রসাদ বিতরণ।
বাবার বাল্যভোগ অনুষ্ঠান উদ্বোধন করবেন ভারত থেকে আগত ৫ম আন্তর্জাতিক লোকনাথ ভক্ত সম্মেলনের উপদেষ্টা মনোজ রায়। লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ বৃহত্তর চট্টগ্রামের সভাপতি উৎপল রক্ষিতের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘের কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) সংসদ সদস্য পঙ্কজ নাথ এবং প্রধান বক্তা থাকবেন সেবক সংঘের সাধারণ সম্পাদক শীতল চন্দ্র পাল।
মাতৃ সম্মেলন উদ্বোধন করবেন ‘সন্তোষী মা’ কানন বালা দেবী। মাতৃ সম্মেলন উদযাপন পরিষদের আহবায়ক রাজশ্রী মজুমদার চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থাকবেন অধ্যাপক রীতা দত্ত ও প্রধান বক্তা থাকবেন চবি শিক্ষক ড. সুপ্তকণা মজুমদার।
দ্বিতীয় পর্বে ‘মহাযোগী লোকনাথ’ শীর্ষক আলোচনা সভায় উদ্বোধক থাকবেন লোকনাথ সেবক সংঘের সিনিয়র সহ-সভাপতি অজয় কৃষ্ণ দাশ মজুমদার। লোকনাথ স্মরণ উৎসব উদযাপন পরিষদের আহবায়ক অধ্যাপক বনগোপাল চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থাকবেন লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিচালনা কমিটির সভাপতি রমেশ চন্দ্র ঘোষ, অতিথি থাকবেন অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য ও প্রধান বক্তা থাকবেন ভারতের ইসলোক’র সভাপতি হরিপদ ভৌমিক।
সীতাকুণ্ডের চন্দ্রনাথের শীর্ষে বাবা লোকনাথের শুভপদার্পণের ১৫৬তম বর্ষপূর্তি উৎসব সীতাকুণ্ডের লোকনাথ মন্দিরে অনুষ্ঠিত হবে। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উৎসব শুরু হবে। আয়োজনের মধ্যে রয়েছে চন্দ্রনাথ বীরুপাক্ষ তীর্থ দর্শন, লোকনাথ মন্দিরে প্রসাদ আস্বাদন, ‘লোকনাথ দর্শন’ শীর্ষক আলোচনা সভা।
প্রদীপ প্রজ্জ্বলন করবেন সীতাকুণ্ডের শংকর মঠ ও মিশনের শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। উদ্বোধন করবেন লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘের কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) পঙ্কজ নাথ, প্রধান অতিথি থাকবেন ভারতের ইসলোক’র সভাপতি হরিপদ ভৌমিক। উৎসব উদযাপন পরিষদের আহবায়ক বাবুল দেব রায়’র সভাপতিত্বে প্রধান বক্তা থাকবেন ভারত থেকে আগত ৫ম আন্তর্জাতিক লোকনাথ ভক্ত সম্মেলন-১৭ এর সহ-সভাপতি তপন সেন।
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬,
আইএসএ/টিসি