চট্টগ্রাম: মানবাধিকার লঙ্ঘনে বিশ্ব বিবেক অনেক ক্ষেত্রে নীরব মন্তব্য করে পিরোজপুরের বিচারক মো. মাহাবুবুর রহমান বলেছেন, ‘এজন্য আইনের শিক্ষার্থীদের আর চুপ থাকলে চলবে না। প্রিমিয়ারের আইন শিক্ষার্থীরা তাদের ভালবাসা দিয়ে নির্যাতিত মানবতার জন্য সারা বিশ্বে কাজ করে যাবে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) নগরীর হাজী লেইনে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অাইন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ডিবেট ক্লাব অব ল’ (ডিসিএল) আয়োজিত প্রতিযোগিতার সমাপনীতে এসব কথা বলেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় বিশ্বাসের পরিচালনায় প্রিমিয়ার ইনিভার্সিটির ‘এলমনাই এসোসিয়েশন (পুলা)’র সহযোগিতা ও দেয়াল পত্রিকা প্রকাশের পক্ষ কালব্যাপী অনুষ্ঠানটি উদযাপিত হয়।
এতে আরও বক্তব্যে দেন আইন বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ, সহকারী অধ্যাপক অনুপ কুমার বিশ্বাস, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহমদ রাজীব চৌধুরী, ঢাকার অতিরিক্ত জেলা জজ এসকেএম তোফয়েল হাসান, চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিজ্ঞ বিচারক আবু হান্নান।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মানবাধিকার বিষয়ক বাংলা বক্তৃতা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন ২৩তম ব্যাচের তাসনিয়াহ আল সুলতানা ও রানার আপ হন ২১তম ব্যাচের আব্দুল মাবুদ আসিফ। ইংরেজি উন্মুক্ত বক্তৃতায় বিজয়ী হন ২৩তম ব্যাচের রোজ বড়ুয়া। পোস্টার ডিজাইন প্রতিযোগিতায় ২৪তম ব্যাচের শিক্ষার্থীদের স্টে খো্য়িফ শীর্ষক পোস্টারটি বিজয়ী হয়।
সৃজনশীল লেখা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন ২৭তম ব্যাচের শৌভিক ঘোষ, ২৪তম ব্যাচের আবদুল্লাহ আল জোবাইর ও ইরফান আজিজ সাদ যথাক্রমে ২য় ও ৩য় হন। পরে আইন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশিত ‘অনির্বাণ শিখা’ শীর্ষক দেয়ালিকার মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
জেইউ/অাইএসএ/টিসি