ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চান্দগাঁওয়ে আগুনে পুড়েছে ৩ মোটরসাইকেল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
চান্দগাঁওয়ে আগুনে পুড়েছে ৩ মোটরসাইকেল

নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের একটি ভবনের নিচতলায় মোটরসাইকেলের ব্যাটারি বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি মোটরসাইকেল পুড়ে গিয়েছে।

চট্টগ্রাম: নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের একটি ভবনের নিচতলায় মোটরসাইকেলের ব্যাটারি বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  এতে তিনটি মোটরসাইকেল পুড়ে গিয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশন অপারেটর প্রহ্লাদ সিংহ বাংলানিউজকে জানান, মোটরসাইকেলের ব্যাটারি বিস্ফোরিত হয়ে তিনটি মোটরসাইকেলে আগুন লাগে। আগুনে তিনটির মধ্যে একটি মোটরসাইকেল পুরো পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালুরঘাট স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল পৌনে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬

জেইউ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।