মুহাম্মদ ইসমাইল ১৯৬৮ সালে ফতেয়াবাদ বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার মধ্য দিয়ে পেশাগত জীবন শুরু করেন। তিনি ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামসহ সব আন্দোলনে মুজিব বাহিনীর দক্ষিণ পাহাড়তলী এলাকার প্রধানের দায়িত্ব পালন করেছিলেন।
সোমবার (০২ জানুয়ারি) বিকেল তিনটায় স্থানীয় ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় মাঠে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজায় অংশ নেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম শাহিন, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মইনুদ্দিন আহমদ, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ।
মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইসমাইলের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মো. সাহাবউদ্দিন। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
এআর/আইএসএ/টিসি