সোমবার (০২ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন তিনি। রোববার (০১ জানুয়ারি) এনায়েত বাজারসহ বেশ কয়েকটি ওয়ার্ডে চসিকের আলোচিত ‘ডোর টু ডোর’ বর্জ্য সংগ্রহ ও অপসারণ কার্যক্রম শুরু হয়।
অভিযানকালে বাটালী রোডের ফুটপাতের ওপর দোকানের মালামাল রেখে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় সোহাগ অ্যান্ড ব্রাদার্সের মালিককে ১ হাজার টাকা, এফকে দোকানের মালিককে ২ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী বিক্রি করায় বাটালী হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ডিসি হিল সংলগ্ন ফুটপাত থেকে অবৈধ দোকানপাট সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।
অভিযানকালে চসিকের স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর, স্বাস্থ্য পরিদর্শক, কর্মকর্তা ও নগর পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা দেন।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
এআর/টিসি