সোমবার (০২ জানুয়ারি) বেলা ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে মোটেল সিক্স সোনালি (আবাসিক), মোটেল ফাইভ লেকসিটি, লেক ভিউ রিসোর্ট, রিয়েল পার্ক, হিল ভিউ রিসোর্টসহ প্রায় ৫০টি মিনি রেস্তোরাঁয় মাদকসেবনসহ অসামাজিক কার্যকলাপ ধরা পড়ে।
তাহমিলুর রহমান মুক্ত বাংলানিউজকে বলেন, ফয়’স লেক সংলগ্ন সড়কে গড়ে ওঠা হোটেল ও ছোট রেস্তোরাঁগুলোতে মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়।
তিনি বলেন, ইয়াবা সেবনের দায়ে মাদক নিয়ন্ত্রণ আইন (১৯৯০) অনুসারে লেকভিউ রিসোর্টের মো. করিমকে তিনি মাসের কারাদণ্ড এবং কয়েকটি হোটেলের ম্যানেজার ও হোটেল বয়কে অশ্লীল কার্যকলাপে সহযোগিতা করার দায়ে ৬ জনকে দণ্ডবিধি (১৮৬০) অনুসারে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে্।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, নবম এপিবিএন ও আনসার ব্যাটেলিয়নের সদস্যরাও অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
এসবি/টিসি